ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

একজনের বেশি সহকারী নিতে পারবেন না ক্রিকেটাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ৮, ২০২০
একজনের বেশি সহকারী নিতে পারবেন না ক্রিকেটাররা

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে সব ধরনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দেশনা পেলে যেকোনো সময়েই ক্রিকেটাররা এককভাবে অনুশীলনে ফিরবেন। তবে এ ক্ষেত্রে তারা অনুশীলনের সময় একজনের বেশি সহকারী নিতে পারবেন না।

সোমবার (জুন ০৮) সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আর বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় ক্রিকেটারদের এ ব্যাপারে নিরুৎসাহিত করবে বিসিবি।

ব্যক্তিগত ভাবে অনুশীলন করতে চাইলেও এক জনের বেশি সহকারী নিতে পারবেন না ক্রিকেটাররা।

আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য সময়ে যেখানে ব্যাটসম্যানরা চারজন করে সহকারী নিতে পারতো, এখন সেখানে একজন নিতে পারবেন। তবে সত্যি কথা বলতে আমরা এই পরিস্থিতিতে সবাইকেই অনুশীলন করতে নিরুৎসাহিত করছি। তারপরও যদি কেউ অনুশীলন করতে চায়, যারা আসবে নিজ দায়িত্বে অনুশীলন করবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।