ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জিতেও বিদায় দক্ষিণ আফ্রিকার, সঙ্গী ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ২২, ২০১০

ঢাকা: ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো গতবারের ফাইনালিস্টরা।

জিতেও তাদের সঙ্গী বাফনা বাফানারা। ‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে উরুগুয়ের ও মেক্সিকো।

ব্লুমফনটেইনের ফ্রি স্টেট স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ফ্রান্সকে চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। একচেটিয়া খেলে একের পর এক আঘাত হানে প্রতিপক্ষ শিবিরে। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২০ মিনিটে প্রথম গোল পায় তারা। সিফিউই শাবালালার কর্ণার থেকে হেডে নিশানা ভেদ করেন বনগানি খুমালো।

তবুও ঘুম ভাঙ্গেনি ফরাসিদের। ঘুরে দাঁড়ানোর মত কোন সুযোগও তৈরি করতে পারেনি। উল্টো ২৫ মিনিটে লাল কার্ড দেখে গোরকাফ মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে গোল পেয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা খেলায় আধিপত্য বিস্তার করে।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাতলেগো এমফেলা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরেরার দল।

বিরতির পর গোল শোধে মরিয়া ফ্রান্স দলের শক্তি বাড়াতে ৫৫ মিনিটে মাঠে নামায় থিয়েরি অঁরিকে। খেলায় কিছুটা নিয়ন্ত্রণও নেয় ’৯৮ এর চ্যাম্পিয়নরা। ফলও পায় হাতে নাতে। ৬৯ মিনিটে রিবেরির পাস থেকে একটি গোলও শোধ করেন ফোরেন্ত মালুদা। তবে শেষ রক্ষা হয়নি ফরাসিরা মাঠ ছাড়ে হার মেনেই।  

জয়ের ব্যবধান বড় না হওয়ায় চার পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ অভিযান শেষ করলো দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫১ ঘ. ২২ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।