ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

হয়ে গেলো অলিম্পক ডে রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুন ২২, ২০১০

ঢাকা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে মঙ্গলবার দেশব্যাপী পালিত হলো অলিম্পক ডে রান।

এ বছর অলিম্পিক ডে’র মূল প্রতিপাদ্য ছিলো গতি, শিক্ষা ও উদ্ভাবন।

সকালে অলিম্পক ডে রানের র‌্যালি ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বেরিয়ে শেষ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

ক্রীড়াবিদ, সংগঠক, বিশিষ্ট নাগরিক সমাজের সদস্যরা ছাড়াও র‌্যালিতে অংশ নেন সাধারণ মানুষ। অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন  বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান, বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ ও বিওএ কর্মকর্তারা।
বাংলাদেশ স্থানীয় সময়: ২১৪৩ ঘ. ২২ জুন, ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।