ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনার অধিনায়ক মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুন ২২, ২০১০

জোহানেসবার্গ: হঠাৎ-ই আর্জেন্টিনার নেতা বদল। আর্ম-ব্যান্ডটা শোভা পাবে মেসির বাহুতে।

গ্রিসের বিপক্ষ মেসিকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন  দিয়েগো ম্যারাডোনা।


হ্যাভিয়ের মাচেরানোর কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে নয়। নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দেওয়ার জন্যই নেতা বদল করা।  

এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত হওয়া গ্রুপের শেষ ম্যাচটি হালকা ভাবেই নিচ্ছেন ম্যারাডোনা। সিনিয়রদের বিশ্রামে রেখে খেলাবেন তরুণদের।

শুধু হ্যাভিয়েরই নয়, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ওয়াল্টার স্যামুয়েল ও হুয়ান সেবাস্তিয়ান ভেরনের মত অভিজ্ঞ খেলোয়াড়দেও রিজার্ভ বেঞ্চে রাখা হবে।

গোলের যোগানদাতা মেসি গ্রিসের বিপক্ষে পূর্ণতা পেতে চান গোল করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ২১০৮ ঘ. ২২ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।