ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অবশেষে বার্সার অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
অবশেষে বার্সার অনুশীলনে মেসি অনুশীলনে মেসি: ছবি-সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বড় পরীক্ষায় নামতে হচ্ছে বার্সেলোনাকে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে কাতালানরা। তবে বড় যুদ্ধে নামার আগে স্বস্তির সুবাতাস বইছে বার্সা শিবিরে।

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ক্যাম্প ন্যুয়ের অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রাণভোমরা লিওনেল মেসি। মাংশ পেশীর চোটের কারণে লা লিগার চলতি মৌসুমে একটি ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইতোমধ্যে স্পেনের সর্বোচ্চ লিগে চারটি ম্যাচ খেলে ফেলেছে আর্নেস্তো ভালভার্দের দল।

তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ৩২ বছর বয়সী তারকা ডর্টমুন্ডের বিপক্ষে খেলবেন কিনা তা অনিশ্চিত। একবারের চ্যাম্পিয়ন লিগ জয়ীদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে বার্সা জার্মানি সফরে যাবে সোমবার (১৬ সেপ্টেম্বর)।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।