ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দাপটের সঙ্গে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের দুটিতেই হারে নিগার সুলতানারা।

প্রিটোরিয়ার ম্যান্ডেলা ওভাল মাঠে বৃহস্পতিবার (০১ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ইমার্জিং দল। দলীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে।

৫১ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন সানজিদা ইসলাম।

জবাবে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। ৪০ বলে ৫০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন স্বাগতিক ব্যাটসম্যান ড্যানি ফন নিকার্ক।  

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন শায়লা শারমিন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।