ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মিরাজ ফেরালেন করুনারত্নেকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
মিরাজ ফেরালেন করুনারত্নেকে মেহেদি হাসান মিরাজ

১৪ ওভারেই দলীয় শতক পূরণ করে ফেলে স্বাগতিক শ্রীলঙ্কা। পাশাপাশি ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করেছেন কুশল পেরেরা। তবে দলীয় শতকের পরই মেহেদি হাসান মিরাজের বলে ফেরেন দিমুথ করুনারত্নে। 

ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে মেহেদির বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে ফেরেন করুনারত্নে।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ ওভারে ১০৭ রান।

 

এর আগে, দুই ওভার এক বলে শফিউল ইসলামের বলেই রিভিউ নিয়ে বেঁচে যান ওপেনার অভিষেক ফার্নান্দো। কিন্তু বেশি সময় নিজেকে বাঁচাতে পারলেন না। সেই সফিউলের বলেই ফিরলেন তিনি।  

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শফিউলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন ফার্নান্দো। দলীয় ১০ রানেই প্রথম উইকেটের পতন হয় স্বাগতিক শ্রীলঙ্কার।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুলাই), বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।