ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

অন্য ম্যারাডোনাকে দেখবে গ্রিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুন ২১, ২০১০

ঢাকা: ১৯৯৪’র বিশ্বকাপ। মাদক সেবনের দায়ে ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার আগে গ্রিসকে পায়ের জাদু দেখিয়েছিলেন ম্যারাডোনা।

দিয়েগোর নেতৃত্বেই আর্জেন্টিনার কাছে ৪-০ গোলে হেরেছিলো গ্রিস। এবারও গ্রুপ পর্বেই ম্যারাডোনার সঙ্গে দেখা হচ্ছে ২০০৪ সালের ইউরোপ সেরাদের। এ ম্যাচে তিনি খেলছেন না, খেলাচ্ছেন মেসিদেরকে।

পৌরানিক কাহিনী শুনিয়ে ম্যারাডোনাকে ঘুম পাড়ানো যায় না। মেসিদের লাতিন ফুটবলের কাছে ধোপে টেকার কথা নয় গ্রিসের। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে বারটায় আর্জেন্টিনা-গ্রিস মুখোমুখি হবে পোলকওয়ানের পিটার মুকাবা স্টেডিয়ামে।

আগের দুটি ম্যাচেই জিতে দ্বিতীয় পর্বের টিকেট পেয়ে গেছে আর্জেন্টিনা। এবার লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। গ্রিসের সঙ্গে ড্র করলেই নিশ্চিত হবে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান। যদিও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা জয়ই আশা করছে।

ফরওয়ার্ড পানতেলিস ক্যাপেতানোস,“সব কিছুই আমাদের ওপর নির্ভর করে। ভাল খেললে ভাল ফল আসবে। আমি বিশ্বাস করি পুরো ৯০ মিনিট মনোযোগ দিয়ে খেলা সম্ভব হলে অবশ্যই ম্যাচ জিতবো। ”
 
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কোচ ম্যারাডোনাকে অনেক সমালোচনা সইতে হয়েছে। দল নির্বাচন নিয়ে সাবেক খেলোয়াড়দের তোপের মুখে পড়তে হয়েছে। কিন্তু বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের পারফরমেন্স শীর্ষ ফেভারিটের মর্যাদা এনে দিয়েছে মেসি-ম্যারাডোনার দলকে।

নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। সুখী হওয়ার মতই ফল। কোচও স্বীকার করেছেন দলের পারফরমেন্সে সুখী তিনি।

অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় কোচ অটো রেহাগেলের দল। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের সম্ভাবনা জিইয়ে রেখেছে।

গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলে সরাসরি পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত হবে গ্রিসের। আর ড্র হলে দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হবে। কোরিয়া জিতে গেলে তাদের সম্ভাবনা ফিকে হয়ে আসবে।

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: সার্গিও রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্তিন দেমিচেলিস, নিকোলাস বুর্দিসো, কেমেন্তে রদ্রিগেস, ম্যাক্সি রদ্রিগেস, মারিও বোলাত্তি, হুয়ান এস ভেরন, লিওনেল মেসি, দিয়েগো মিলিতো, সার্গিও আগুয়েরো।

গ্রিস সম্ভাব্য একাদশ: আলেক্সান্দ্রোজ জোরভাস, লুকাস ভাইন্ত্রা, গিওর্কাস সেইতারিদিস, ভাসিলিস তরোসিদিস, সতিরিস কির্গিয়াকোস, ক্রিস্তোস পাতসাতজগলু, গিওর্গোস কারাগোউনিস, কস্তাস কাতসুরানিস, গিওর্গোস সামারাস, দিমিত্রিস সালপিনগিদিস ও ফানিস গেকাস।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৭ ঘ. ২১ জুন, ২০১০
এএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।