ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসির ফেরা নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
মেসির ফেরা নিয়ে ধোঁয়াশা মেসি এবং স্কলানি-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছেন মেসি। ফলে আর্জেন্টিনা দলে তার ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চিত। এমনকি আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কলানিও নিশ্চিত নন মেসির ফেরা নিয়ে।

মেসির সাময়িক অবসর ঘোষণার পর তার সঙ্গে কথা বলেছেন স্কলানি। তবে বার্সা তারকাকে জাতীয় দলে ফেরার জন্য কোনো চাপ দিতে রাজি নন তিনি।

'আমি তার (মেসি) সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি আগামীতে কি হবে তা নিয়ে এখন আলোচনা করতে চাই না। ' সংবাদ সম্মেলনে বলেন স্কলানি।

'আমরা জানি সে আমাদের জন্য কি মানে রাখে, কিন্তু আমাদের সামনের দিকে চোখ রাখতে হবে। '

'সে এবারের দলে থাকছে না, এবং পরেরটা পরে দেখা যাবে। '

'আমাদের আলোচনা ফলপ্রসূ ছিল এবং আমাদের সম্পর্ক দারুণ। '

স্কলানি ভাল করেই বুঝেন তার দলে মেসির গুরুত্ব কতোটা। কিন্তু এজন্য মেসিকে চাপ দিতে চান না তিনি।

'তাকে ফিরতে বলা না বলা আমার জন্য ঠিক হবে না। পৃথিবীর এমন কোনো কোচ নেই যে মেসিকে ছাড়া লাভবান হবে। '

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু এই দুই ম্যাচের দলে নেই মেসির নাম। শোনা যাচ্ছে, আগামী বছর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন মেসি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।