ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কাবাডি দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কাবাডি দলের বাংলাদেশ পুরুষ কাবাডি দল- ছবি: সংগৃহীত

কাবাডিতে শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা ছিল না। কিন্তু সেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টা এলো ২৯-২৫ পয়েন্টে। এশিয়ান গেমস কাবাডিতে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেলো লাল-সবুজের জার্সিধারীরা।

এশিয়ান গেমস কাবাডিতে মঙ্গলবার (২১ আগস্ট) শ্রীলঙ্কাকে হারিয়ে পদক জেতার আশা জিইয়ে রেখেছে পুরুষ দল। তবে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে জাকির-মাসুদদের।

 

ভারতের বিপক্ষে ৫০-২১ পয়েন্টের বিশাল ব্যবধানে হেরে মিশন শুরু করা বাংলাদেশ কাবাডি দল পরের ম্যাচে ৩৪-২২ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে দেয়।  

আগামী বুধবার (২২ আগস্ট) বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, যারা ভারতকে ২৪-২৩ পয়েন্টে হারিয়ে দিয়েছিল।  

এদিকে বাংলাদেশের নারী দল কাবডিতে কোনো জয়ের দেখা না পেয়ে শূন্য হাতে দেশে ফিরছে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪৩-২২ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৪৭-১৯ পয়েন্টে আর দক্ষিণ কোরিয়ার কাছে ৫১-২৫ পয়েন্টে হেরে গেছে নারী কাবাডি দল।  

অথচ নারী কাবাডি দল ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয় করেছিল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।