ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বাছাইপর্বে বাদ পড়লেন জাকিয়া-রত্না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বাছাইপর্বে বাদ পড়লেন জাকিয়া-রত্না বাদ পড়লেন জাকিয়া-রত্না। ছবি: সংগৃহীত

চলতি এশিয়ান গেমসে বাংলাদেশের নামের পাশে যোগ হচ্ছে একের পর এক ব্যর্থতা। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বে থেকেই এবার বাদ পড়লেন বাংলাদেশের দুই শুটার উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না।

সোমবার (২০ আগস্ট) সকালে ইন্দোনেশিয়ার পালেমবাং শুটিং কমপ্লেক্সে ৬১২.৬ পয়েন্ট নিয়ে ৪৬জন প্রতিযোগীর মধ্যে ২৫তম হন জাকিয়া।

আর ৬০৯.৭ স্কোর নিয়ে ৩৪তম হন রত্না।

সর্বোচ্চ ৬৩১.৯ পয়েন্ট পেয়ে বাছাই পর্বের শীর্ষস্থানে ছিলেন চীনের রুঝো ঝাও।

এছাড়া ৬২৯.৪ পয়েন্ট নিয়ে ভারতের অপুর্ভি চান্দেলা দ্বিতীয় ও ৬২৭ পয়েন্ট নিয়ে জাপানের উনহা জুং হয়েছে তৃতীয়।

এর আগে একই দিন, শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই আবদুল্লাহ হেল বাকী ও রিসালাতুল ইসলাম।

এদিন ৬১৮.৪ স্কোর করেন বাকী। এই স্কোর নিয়ে ৪৪ জন প্রতিযোগির মধ্যে ১৯ তম হন তিনি। আরেক শুটার রিসালাতুল হয়েছেন ২৯ তম। তার স্কোর ৬১৪.৩।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।