ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সেঞ্চুরি বঞ্চিত কোহলির ব্যাটে লড়লো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
সেঞ্চুরি বঞ্চিত কোহলির ব্যাটে লড়লো ভারত সেঞ্চুরি বঞ্চিত হয়ে মাঠ ছাড়ার সময় কোহলি-ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। তবে ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয়র টেস্টের প্রথম দিন ভালো সূচনার পর রান পেলেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা। কিন্তু বড় ইনিংস খেললেও কেউই সেঞ্চুরির দেখা পাননি।

প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে ভারত। এর আগে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট।

এদিন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ৬০ রানের উদ্বোধনী জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল। তবে ব্যক্তিগত ৩৫ ও ২৩ রানে ক্রিস ওকসের শিকার হয়ে মাঠ ছাড়েন দু’জনে। ওকস ১৪ রানে চেতশ্বর পুজারাকে তুলে নিলে ভারতের খারাপ কিছুর সম্ভাবনা তৈরি হয়।

চতুর্থ উইকেট জুটিতে অবশ্য সব শঙ্কা দূর করে দেন অধিনায়ক কোহলি ও রাহানে। ১৫৯ রানের জুটি গড়েন তারা। ৮১ রানে থাকা রাহানেকে অ্যালিস্টার কুকের দারুণ এক ক্যাচে ফেরান স্টুয়ার্ট ব্রড। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যর্থ হলেন কোহলি। ৯৭ রানে আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে নাকাল হন তিনি। ১৫২ ১১টি চারে নিজের ইনিংস সাজান তিনি। পরে শেষ দিকে হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন জেমস অ্যান্ডারসন।

ওকস নিয়েছেন ৩টি উইকেট। আর একটি করে উইকেট তুলে নেন অ্যান্ডারসন, ব্রড ও রশিদ।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।