ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ম্যাকেঞ্জির সঙ্গে কাজ করতে মুখিয়ে তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ম্যাকেঞ্জির সঙ্গে কাজ করতে মুখিয়ে তামিম তামিম ইকবাল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেন টাইগারদের নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। কাজেই তার সঙ্গে তামিম ইকবাল বা দলের অন্যান্য সদস্যদের কারোরই খুব বেশি কথা বলা হয়ে ওঠেনি। তবে যতটুকুই হয়েছে তাতে মুগ্ধ বাংলাদেশের তারকা ওপেনার তামিম।  তার নিবিড় সান্নিধ্যে কাজ করতে তিনি মুখিয়ে আছেন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম। সেখানেই নিজের ইচ্ছার কথা জানান তিনি।

তমিম বলেন, ‘আমার কাছে মনে হয় তার বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যতদিন তার সঙ্গে কাজ করেছি আমার মনে হয় হয়েছে সে দারুন একজন কোচ।  আমি ব্যক্তিগত ভাবে মুখিয়ে আছি তার সঙ্গে কাজ করার জন্য। ’

স্বল্প সময়ে ম্যাকেঞ্জির ব্যাটিং ভাবনা শুনে তামিমের মনে হয়েছে তার কাছ থেকে টাইগারদের শেখার অনেক কিছুই আছে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘তিনি যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করেন, আমার কাছে মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।   সে আমাকে যেইসব কথা বলেছেন তা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে। ’

‘তার কথা গুলো শুনে যদি নিজেকে আরও শানিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমি আরও ৫-১০% উন্নতি করতে পারব। ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি তার সঙ্গে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একই রকম ভাবে চিন্তা করবে। ’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন ম্যাকেঞ্জি। ছুটি শেষে ২৭ আগস্ট থেকে মিরপুরে অনুষ্ঠেয় এশিয়া কাপের ক্যাম্পে তার যোগ দেওয়ার কথা রয়েছে।   

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮ 

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।