ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

আমরা রোনালদোকে মিস করেছি: কাসেমিরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
আমরা রোনালদোকে মিস করেছি: কাসেমিরো রিয়ালে যখন সতীর্থ ছিলেন কাসেমিরো-রোনালদো

উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়ার পর হতাশা লুকিয়ে রাখেন নি রিয়াল তারকা কাসেমিরো। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি যে ভুগিয়েছে সেটাও স্বীকার করে নিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিট মাঠে থাকার পর ইনজুরির কারণে তাকে উঠিয়ে নেন রিয়াল কোচ হুলেন লোপেতেগুই। ম্যাচে দলের হারে কাসেমিরোর কন্ঠে হতাশা ঝরে পড়ে।

তবে দলের কোচকে নিয়ে বেশ আশাবাদী তিনি।  

'শিরোপা জয়ে ব্যর্থ হওয়ায় আমরা হতাশ কিন্তু এটা কেবলই (মৌসুমের) শুরু। আমাদের কোচের উপর আমাদের পুরো আস্থা আছে। '

'অজুহাত দেখানো রিয়ালের ধাতে নেই। এখানে, আমরা সকলেই একসাথে জিতি, একসাথে হারি। '

এরপর নিজের সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও কথা বলেন কাসেমিরো।

'অবশ্যই আমরা ক্রিস্টিয়ানোকে মিস করেছি, তবে এটা এখন অতীত। আমরা আমাদের হারকে তার অনুপস্থিতির আড়ালে রাখতে পারিনা। ' 

'আমরা এই বিষয়টা লুকিয়ে রাখতে পারিনা: বিশ্বের যেকোনো দল তাকে মিস করবে। '

রিয়াল এখনও ক্লাবের হয়ে ৪৫১ গোল আর টানা চার চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প কাউকে দলে ভেড়াতে পারেনি। জুলাইয়ে পর্তুগিজ তারকাকে জুভেন্টাসের কাছে বেচে ১০৫ মিলিয়ন ইউরো আয় করেছে রিয়াল। কিন্তু তার বদলে এখন পর্যন্ত শুধু চেলসি থেকে গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে আনতে পেরেছে স্প্যানিশ ক্লাবটি।

তবে উয়েফা সুপার কাপে হেরে গেছে বলেই এখন তড়িঘড়ি করে রিয়ালে নতুন কাউকে আনতে হবে এমনটা ভাবতে নারাজ কাসেমিরো।

'এই একটা ম্যাচে বাজে ফলাফলের কারণেই আমরা ভাল বা খারাপ দল হয়ে যাইনি। ক্লাবের দায়িত্বে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন নতুন কাউকে আনা হবে কি না। ' 

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।