[x]
[x]
ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮
bangla news

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় টি-২০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৫ ১১:১৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডস সফরে সফল ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টির শুরুটাও ভালো হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। জয় দিয়ে দারুণ বার্তা দিয়ে রেখেছিল সৌম্য সরকারের নেতৃত্বে দলটি। তবে বৃষ্টির কারণে আয়ারল্যান্ড উলভস তথা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-২০’তে টস হলেও বৃষ্টির কারণে মাঠে একটি বলও গড়ায়নি।

ডাবলিনে আগামী বৃহস্পতিবার এই ম্যাচই খেলবে দুই দল। পরদিন হবে তৃতীয় ও শেষ টি-২০।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার ‘এ’ দলের অধিনায়ক সৌম্য সরকার। তবে পরে বৃষ্টি হানা দিলে অনেকটা সময় অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

এর আগে প্রথম ম্যাচ বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৮
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa