ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

মাগুরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
মাগুরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা। ছবি: বাংলানিউজ

মাগুরা: ‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন। দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগানকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নকে নিয়ে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ ট্রফির উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, জেলা সমাজ সেবা কর্মকর্তা ঝুমুর সরকার, ক্রীড়া ধারা ভাষ্যকার প্রদুৎকুমার রায়সহ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা।

আগামী ২৮ জুলাই (শনিবার) আলোকদিয়া স্কুল ও গাবতলা বাজার রাউতড়া স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।