ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টেস্টে দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
টেস্টে দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা টেস্টে দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা-ছবি: সংগৃহীত

কলম্বো টেস্টটা দক্ষিণ আফ্রিকা টেনেটুনে চতুর্থ দিন ঠিকই নিল, তবে এ ম্যাচের ভাগ্য দ্বিতীয় দিনই অনেকটা আন্দাজ করা গিয়েছিল। যা হবার তাই হলো। শ্রীলঙ্কার কাছে ১৯৯ রানের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ প্রোটিয়া দল।

সংক্ষিপ্ত স্কোর: 
শ্রীলঙ্কা-৩৩৮ ও ২৭৫/৫ ডিক্লে.
দক্ষিণ আফ্রিকা-১২৪ ও ২৯০ (৮৬.৫ ওভার)

এ ম্যাচ জিততে হলে দ.আফ্রিকাকে এমনিতেই বিশ্ব রেকর্ড গড়তে হতো। কেননা লঙ্কানরা যে ৪৯০ রানের পাহাড়সম টার্গেটি দিয়েছিল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করতে দেখা গেল সফরকারীদের। থিউনিস ডি ব্রুইনের অভিষেক সেঞ্চুরি ও তেম্বা বাভুমার ব্যাটে লড়ে গেল তারা, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে ২৯০ রানের বেশি করা হয়নি।

ডি ব্রুইন ২৩২ বলে ১২টি চারের সাহায্যে ১০১ রান করে হেরাথের বলে বোল্ড হন। ৬৩ রান করা বাভুমাও হেরাথের শিকার হন।

বাঁহাতি হেরাথ ৬টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনাঞ্জয়া।

তবে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা ওপেনার দিমুথ করুনারত্নে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।