ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড সেঞ্চুরির পর তামিম ইকবাল/ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দু-দু'টি অনন্য গড়লো সফরকারী বাংলাদেশ। একটি দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড (২০৭ রান)। যা এসেছে ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনবদ্য ব্যাটিংয়ে।

এর আগে রেকর্ডটি দখলে রেখেছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী। ২০১০ সালের ২১ জুন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬০ রান করেছিলেন ওই দুই টাইগার টপ অর্ডার।

অপরটি হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দলীয় সর্বোচ্চ ২৭৯ রানের রেকর্ড। তবে ২০১২ সালের ২ ডিসেম্বর খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯২ রান সংগ্রহ করেছিলেন বাংলাদেশ।  

এরআগে দলটির বিপক্ষে তাদের মাটিতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ২৭৬ রান। ২০০৯ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে এ সংগ্রহ পেয়েছিল অধিনায়ক সাকিব আল হাসান ও তার দল। ওই ম্যাচে ৩ উইকেটে জিতেছিলো সফরকারীরা।

সেই জয়ের পুনরাবৃত্তি কি আজকেও দেখা যাবে? জানতে হলে খেলার শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা কারতে হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।