ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মাহারাজ বীরত্বের পরও কোনঠাসা দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
মাহারাজ বীরত্বের পরও কোনঠাসা দ.আফ্রিকা কেশব মাহারাজ-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছিলেন তিনি। এমনকি লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে আরও দুটি উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মাহারাজ। তবে বাঁহাতি এ অফস্পিনারের এমন বীরত্বের পরও কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে কোনঠাসা হয়ে আছে প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৩৮ রানে জবাবে দ.আফ্রিকা মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়। পরে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান করে।

ফলে প্রোটিয়াদের বিপক্ষে ইতোমধ্যে স্বাগতিকরা ৩৬৫ রানের লিড পেয়েছে।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ওপেনার দানুশকা গুনাথিলাকা ৬১ করে বিদায় নেন। ধনাঞ্জয়া সিলভা ফেরেন শূন্য রানে। এ দু’টো উইকেটই তুলে নেন মাহারাজ। কুশাল মেন্ডিস ব্যক্তিগত ১৮ রানে রান আউট হন। আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ৫৯ রানে অপরাজিত আছেন। ১২ রানে নট আউট থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad