[x]
[x]
ঢাকা, রবিবার, ৩১ আষাঢ় ১৪২৫, ১৫ জুলাই ২০১৮

bangla news

হোয়াইটওয়াশ হবে তো আয়ারল্যান্ড?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-৩০ ৬:৪৮:৩৭ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটির আগে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে। আইরিশদের হোয়াইটওয়াশ করতে পারবে তো টাইগ্রেসরা?

প্রথম দু্ই ম্যাচে জাহানারা, শামীমা ঝলকে যেভাবে লরা দেলানিরা ঝলসে গেলেন তাতে এমন প্রত্যাশা নিশ্চয়ই অমুলক নয়। কাজেই স্বপ্ন জাগছে। আর সেই স্বপ্ন পূরণে খুব বেশি কিছু করতে হবে না আনজু জেইনের শিষ্যদের।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের যে ছন্দে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সেই ছন্দটি  এই ম্যাচে টেনে নিয়ে যেতে পারলেই কেল্লাফতে। লাল-সবুজের নারী ক্রিকেটে নতুন আরেক ইতিহাস রচনা হবে।

বিদেশের মাটিতে বটেই প্রথমবারের মতো ওয়াইটওয়াশ করার গৌরব লাভ করবে নারী ক্রিকেট দল। এই গর্বের সুগন্ধ গায়ে মেখেই নেদারল্যান্ডসে যাবে বিশ্বকাপের বাছাই পর্বের লড়াইয়ে অবতীর্ণ হতে। সেই মিশনটি হবে আরও দাপুটে ও সর্বগ্রাসী।

রোববার (১ জুলাই) ডাবলিনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘন্টা, ৩০ জুন, ২০১৮

এইচএল/এমকেএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa