ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

স্ট্যান্ডবাই মোস্তাফিজ, নতুন মুখ রাহি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
স্ট্যান্ডবাই মোস্তাফিজ, নতুন মুখ রাহি স্ট্যান্ডবাই মোস্তাফিজ, নতুন মুখ রাহি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরির কারণে স্ট্যান্ডবোই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে লাল সবুজের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে। আর নতুন মুখ হিসেবে দলে এসেছেন আবু জায়েদ রাহি।

এদিকে প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রায় সমান বিরতির পর ফিরেছেন টপ অর্ডারের ব্যাটসম্যান নাজমুল হোসেইন শান্তও।

রাব্বি সব শেষ টেস্ট দলে ছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। হায়দ্রবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটিতে তিনে সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন। ওই বছরের জানুয়ারিতেই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্য দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিলো ঘরোয়া ক্রিকেটের দাপুটে পারফরমার নাজমুল হোসেন শান্তর।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল ইসলাম সোহান, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাইম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান।

উল্লেখিত সকল টাইগার সদস্যকে আগামি ২০ জুন দুপুর ২টায় মিরপুর হোম অব ক্রিকেটে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ১৮ জুন, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।