ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

দিনের শেষে ম্যাচে ফিরলো আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
দিনের শেষে ম্যাচে ফিরলো আফগানরা ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে আফগানিস্তান ঐতিহাসিক অভিষেক টেস্টে শুরুটা ভালো করতে না পারলেও, দিনের শেষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রশিদ খানরা। মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের জোড়া সেঞ্চুরির পর ভারত প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে।

ব্যাঙ্গালুরুতে বিজয় ও ধাওয়ান উদ্বোধনী জুটিতে ১৬৮ রান তোলেন। রেকর্ড গড়ে মধ্যাহ্ন বিরতির আগেই সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান।

পরে তিনি ৯৬ বলে ১৯টি চার ও ৩টি ছক্কায় ১০৭ করে বিদায় নেন। বিজয় ১৫৩ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১০৫ করে আউট হন।

এদের বিদায়ের পর স্বাগতিকদের কোনঠাসা করেন আফগান বোলাররা। লোকেশ রাহুল হাফসেঞ্চুরি (৫৪) করলেও ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে হার্দিক পান্ডিয়া (১০) ও রবিচন্দ্রন অশ্বিন (৭) অপরাজিত আছেন।

আফগান বোলারদের মধ্যে ইয়ামিন আহমাদজি ২টি উইকেট পেয়েছেন। এছাড়া ওয়াফাদার, রশিদ ও মুজিব উর রহমান একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৪ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।