ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ জয় ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ জয়। ছবি: সংগৃহীত

ঢাকা: পুরো টেস্ট নিয়ন্ত্রণ করেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২২৬ রানের বিশাল জয় পেয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

রোববার (১০ জুন) শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। চতুর্থ দিন শতক থেকে মাত্র ৬ রান দূরত্বে দিনের খেলা শেষ করেছিল কুশল মেন্ডিস।

পঞ্চম দিন মেন্ডিস শতক পেলেও তার দল ৫০ রান করতেই গুটিয়ে যায়।

জয়ের জন্য শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ২৭৭ রান। লঙ্কানদের চতুর্থ দিন শেষ ৩ উইকেটে ১৭৬ রানে। পঞ্চম দিনে সে স্কোর ২২৬ ‍এ পৌঁছাতেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। পঞ্চম দিনে মাত্র ২৯ দশমিক ৪ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস।

পঞ্চম দিন খেলতে নেমে দ্রুত শতকপূর্ণ করেন মেন্ডিস। এরপরই তাকে সাজঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। আউট হয়ে ফেরার আগে ২১০ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান তোলেন মেন্ডিস।

৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারানো লঙ্কানদের শেষ ৫ ব্যাটসম্যান আউট হন ৫১ বল খেলে। মেন্ডিসের সঙ্গী হয়ে খেলতে নামা লাহিরু গামাগের সংগ্রহ ছিল ৩ রান। এ ৩ রান তুলতে ৪৯ বল খরচ করেন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা এ ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চেজ সর্বোচ্চ ৪ উইকেট নেন বিনিময়ে তিনি দেন ১৫ রান। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। গ্যাব্রিয়েল পেয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাউরিচেরের হাতে।

বৃহস্পতিবার (১৪ জুন) তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে গ্রস আইসলেটে মুখোমুখি হবে দল দু’টি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১৮

এমকেএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।