ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কুমারা ঝড়ের পর ডোরিচের লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুন ৭, ২০১৮
কুমারা ঝড়ের পর ডোরিচের লড়াই ছবি: সংগৃহীত

শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার ডেভন স্মিথ ও কার্লোস ব্র্যাথওয়েট দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন। পরের ব্যাটসম্যানরাও নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। শ্রীলঙ্কার ক্যারিবীয় সফরে প্রথম টেস্টের প্রথম দিন ভয়ঙ্কর হয়ে ওঠেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। এই ছিল মোটামুটি ত্রিনিদাদ টেস্টের প্রথম দিনের চিত্র।

যেখানে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে টসে জিতে ব্যাটিং করতে নামা উইন্ডিজরা।

কাইরান পাওয়েলের ৩৮, শাহী হোপের ৪৪ ও রোস্টন চেজ ৩৮ রানে বিদায় নিলে দলের হাল ধরেন ডোরিচ ও অধিনায়ক জেসন হোল্ডার।

দু’জনে মিলে পঞ্চম উইকেট জুটিতে তোলেন ৯০ রান। তবে দিনের শেষে ব্যক্তিগত ৪০ রানে কুমারার লক্ষ্যে পরিণত হন হোল্ডার।

কিন্তু ১৩৩ বলে পাঁচটি চারের সাহায্যে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন ডোরিচ। অপরপ্রান্তে ৩২ বলে কোনো রান না করা দেবেন্দ্র বিশুও অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

লঙ্কান বোলারদের মধ্যে কুমারা সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ একটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ০৭ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।