ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আফগান সিরিজে মোস্তাফিজের বদলে রাজু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৮
আফগান সিরিজে মোস্তাফিজের বদলে রাজু আবুল হাসান রাজু-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে আসন্ন আফগানিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। সব কিছু ঠিক থাকলে আসন্ন সিরিজটিতে স্বাগতিকদের বিপক্ষে সেরা একাদশে তাকে দেখা যেতে পারে। সিরিজে অংশ নিতে আগামী শুক্রবার (০১, জুন) দেরাদুনে রওনা দেবেন রাজু।

২০১২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত রাজু ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে মোট ম্যাচ খেলেছেন ৪টি। ৪ ম্যাচ থেকে তার প্রাপ্ত উইকেট সংখ্যা ২।

সবশেষ ম্যাচটিও খেলেছেন ঐ বছরের ২৫ সেপ্টেম্বর, ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে।  ৩ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে দুই পাক ওপেনার ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নিয়েছিলেন।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান এই দুই উইকেটের বিনিময়েই জয়ের বন্দরে পৌঁছেছিলো।

প্রসঙ্গত , আইপিএলের শেষ ম্যাচে বাঁ পায়ের আঙ্গুলে বল লেগে তাতে চিড় ধরায় ৩ জুন থেকে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।