ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

গার্দিওলার অধীনে খেলতে চান নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
গার্দিওলার অধীনে খেলতে চান নেইমার! পেপ গার্দিওলা ও নেইমার-ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার অধীনে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে সোনালী সময় কাটিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এক মৌসুমে ছয় শিরোপা জয়ের রেকর্ড গড়ার পাশাপাশি চার মৌসুমে ১৪ শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন গার্দিওলা।

তারপরও কাতালান ক্লাবটিতে থিতু হন নি তিনি। বার্সা ছেঁড়ে শুরুতে নতুন চ্যালেঞ্জ নিতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে পাড়ি দেন তিনি। সেখানেও সফল সময় কাটিয়ে আবার নতুন চ্যালেঞ্জ নিতে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।  

বার্সেলোনায় যখন গার্দিওলাযুগ চলছে, নেইমার তখনও ব্রাজিলের সান্তোস মাতাচ্ছেন। গার্দিওলা যখন নতুন চ্যালেঞ্জ নিতে বার্সা ছাড়লেন তার ঠিক এক বছর পর ক্যাম্প ন্যুয়ে পাড়ি জমান নেইমার।

২০১৬ সালের জানুয়ারিতেই একবার গার্দিওলার অধীনে খেলার আগ্রহের কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই স্বপ্ন এখনও দেখেন বলে আবারও স্বীকার করলেন তিনি।

ইএসপিএন ব্রাজিলের সাথে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি সবসময়ই গার্দিওলার সাথে কাজ করতে চেয়েছি। '

তিনিন আরও বলেন, ‘এটা আলাদা, সে যাওয়ার পর আমি (বার্সায়) গেলাম। আমি সত্যি তার সাথে কাজ করতে আগ্রহী। '

গতবছরের আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেঁড়ে পিএসজিতে পাড়ি জমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। কিন্তু বছর না ঘুরতেই আবারও তার লা লিগায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে। তবে এবার আর পুরনো ঠিকানা বার্সায় নয়, বরং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হতে পারে তার নতুন ঠিকানা। তবে গার্দিওলার অধিনে খেলার আগ্রহ প্রকাশ করে ইংলিশ লিগে পাড়ি দেয়ার ইঙ্গিতও কি দিয়ে রাখলেন নেইমার? 

বর্তমানে ব্রাজিলের বিশ্বকাপ দলের সাথে অনুশীলনে ব্যস্ত নেইমার। গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এমএইচএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।