ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কেঁদে মাঠ ছাড়া সালাহ বিশ্বকাপ খেলেতে পারবেন তো?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কেঁদে মাঠ ছাড়া সালাহ বিশ্বকাপ খেলেতে পারবেন তো? কেঁদে মাঠ ছাড়া সালাহ

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়রনস লিগের ফাইনালে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়া মোহাম্মদ আল সালাহ’র রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা লিভারপুল মেডিক্যাল টিমের এক্সরে প্রতিবেদন বলছে তার কাঁধের জোড়া নড়ে গেছে। পরিপূর্ণ সেরে উঠতে তাকে  ১২-১৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

‘চোটে নড়ে যাওয়া কাঁধ আগের জায়গায় আসতে নুন্যতম ১২-১৬ সপ্ত‍াহ লাগে। ’
 
অথচ মাত্র ১৮ দিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ।

১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সালাহর মিশর। তাই শঙ্কাটি অমুলক নয়।
 
ঘটনাটি বলি। ম্যাচের বয়স তখন ২৬ মিনিট। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০।  মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন সালাহ। তার পা থেকে বল নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান  এই নন্দিত লিভারপুল স্ট্রাইকার।
 
মাটিতে পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। আর ম্যাচে ফেরা হয়নি তার।
 
শনিবার (২৬ মে) কিয়েভে সালাহর চোট পাওয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল লিভারপুল।
 
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ২৭ মে ২০১৮
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।