ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তৃতীয় দেখায়ও চেন্নাইয়ের বিপক্ষে সাকিবদের হার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
তৃতীয় দেখায়ও চেন্নাইয়ের বিপক্ষে সাকিবদের হার সংগৃহীত ছবি

প্রথম পর্বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুই ম্যাচের দুইটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। তবু প্রথম পর্বের সেরা দল হয়েই প্লে’অফের টিকিট পায় তারা। কিন্তু প্লে অফেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি হায়দ্রাবাদ। একাদশ আইপিএলে তৃতীয়বারের মতো চেন্নাইয়ের কাছে হেরেছে সাকিবরা। 

প্লে’অফ পর্বেও চেন্নাইয়ের কোয়ালিফায়ার-১ এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ২ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ।  

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ধোনির চেন্নাই।

প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে শূন্য রানেই ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। আরেক ওপেনার ফাফ ডু প্লেসির সঙ্গে মিলে সুরেশ রায়না স্কোর কিছুটা এগিয়ে নিলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩.৩ ওভারে সিদ্ধার্থ কলের বলে ১৩ বলে ২২ রানের ইনিংস শেষে ফেরেন তিনি।

রাইডুকে পরের বলেই ফিরিয়ে দিয়ে হ্যাট্ট্রিকের সম্ভাবনা জাগালেও তা পূরণ করতে পারেননি কল। স্কোর এগিয়ে নিতে অধিনায়ক ধোনি ব্যাট চালিয়েও মাত্র ৯ রানেই রশিদ খানের ঘূর্ণির কাছে ঘায়েল হন।  

ডোয়াইন ব্রাভো ফেরেন ১১ বলে ৭ রান করে। এরপর কেউই আর তেমন শক্ত হাতে দাঁড়াতে পারেননি।  

হায়দ্রাবাদের হয়ে রশিদ খান, সিদ্ধার্থ ও সন্দীপ নিয়েছেন ২টি করে উইকেট । এছাড়া ভূবনেশ্বর কুমার পেয়েছেন ১ উইকেট।  

মঙ্গলবার (২২ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ধোনির চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। মাত্র পঞ্চম ওভারেই সাজঘরে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হন ২৪ রান করে।  

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। প্রথম বলেই ৪ রান করে ভালো কিছুর ইঙ্গিত দেন তিনি। এরপর আরও একটি ৪ মারলেও নিজের ইনিংসকে বড় করতে ব্যর্থ হন সাকিব। ১০ বল খেলে মাত্র ১২ রান করেই সাজঘরে ফেরেন তিনি।

ইউসুফ পাঠান এবং কার্লোস ব্রাথওয়েটের ব্যাটে বলার মতো সংগ্রহ পায় তারা। ২৯ বলে ২৪ রান করে আউট হন পাঠান। শেষদিকে ঝড় তোলেন ক্যারিবীয় ক্রিকেটার ব্রাথওয়েট। শেষ ওভার থেকেই করেন ২০ রান। সবমিলিয়ে ২৯ বলে ১ চার এবং ৪ ছক্কায় ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। হায়দ্রাবাদের ইনিংস থামে ৭ উইকেটে ১৩৯ রান করে।

চেন্নাইয়ের পক্ষে ২টি উইকেট নেন ডোয়াইন ব্রাভো। এছাড়া দ্বিপক চাহার, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর এবং রবিন্দ্র জাদেজা প্রত্যেকে নেন ১টি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমকেএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।