ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অনন্য সম্মানে সালাহ'র বুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
অনন্য সম্মানে সালাহ'র বুট ব্রিটিশ মিউজিয়ামে সালাহ'র বুট।

ঢাকা: লিভারপুলের হয়ে অভিষেক হয়েই ফুটবল বিশ্বকে চমকে দেন মিশরীয় মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার নামের পাশে জ্বলজ্বল করছে। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন লিভারপুলের মিশরীয় এই ফরোয়ার্ড। এবার পেলেন আরও একটি অনন্য সম্মাননা।

সালাহকে সম্মান দেখাতে তার এক জোড়া বুট প্রদর্শন করবে ব্রিটিশ জাদুঘর। ফারাও রাজাদের গুরুত্বপূর্ণ নিদর্শনের সঙ্গে প্রদর্শিত হবে সালাহর এই বুট।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সালাহর লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। উত্তেজনাকর এই ম্যাচের আগেই এই প্রদর্শনী করবে ব্রিটিশ জাদুঘর।

প্রদর্শনীর কিপার নিল স্পেন্সার বলেন, বুট জোড়া একজন আধুনিক মিশরীয় আইকনের কথা বলে। মিশরীয়দের প্রতিদিনের জীবনযাত্রার গল্প বলাতেই এ উদ্যোগ।

এরইমধ্যে জাদুঘর কর্তৃপক্ষকে সালাহ নিজের অ্যাডিডাস এক্স১৭ মডেলের এক জোড়া বুট দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে এই প্রদর্শনী শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমকেএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।