[x]
[x]
ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

দেড় বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৬ ৮:২২:১৯ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় দেড় বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফের ডাক পেলেন জস বাটলার। তবে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সাম্প্রতিক আইপিএল পারফরম্যান্সই তাকে পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ করে দিয়েছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছে স্পিনার ডমিনিক বেস। তবে বাদ পড়েছেন জেমস ভিন্স।

বাটলার সর্বশেষ ২০১৬ সালের শেষ দিকে ভারত সফরে ইংলিশ সাদা পোশাকের দলে ছিলেন। আর এই ভারতেই এবার নিজেকে ফিরে ফেলেন। মঞ্চ হিসেবে আইপিএল। তার দল রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলের রেকর্ড টানা পাঁচ ম্যাচে করেছেন হাফ সেঞ্চুরি। রয়েছে ৯৫ ও ৯৪ রানে অপরাজিত থাকা দুটি ইনিংস।

আগামী ২৪ লর্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটি খেলতে নামছে স্বাগতিক ইংল্যান্ড।

প্রথম টেস্টে ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেস্টার কুক, ডেভিড মালান, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa