ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারোত্তোলনে চ্যাম্পিয়ন বিজিবির উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ১৫, ২০১৮
ভারোত্তোলনে চ্যাম্পিয়ন বিজিবির উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন চ্যাম্পিয়ন বিজিবির উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন

রাঙামাটি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারোত্তোলন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল। প্রতিযোগিতায় তারা দু’টি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি তাম্র নিয়ে চ্যাম্পিয়ন হয়। 

এছাড়া দু’টি স্বর্ণ, একটি রৌপ্য ও দু’টি তাম্র নিয়ে রার্নারআপ হয়েছে দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম।

প্রতিযোগিতায় সেরা নবীন খেলোয়ার শেখ তোফায়েল ও সেরা প্রবীণ খেলোয়ার খেতাব লাভ করেন হাফিজুর রহমান।

দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পরিচালনায় এবং রাঙামাটি সেক্টরের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিজিবি’র পাঁচটি রিজিয়নের ৩৯ জন প্রতিযোগী বিভিন্ন ওজনে অংশ নেয়।

দুই দিনব্যাপী শুরু হওয়া এ প্রতিযোগিতা মঙ্গলবার (১৫ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার মো. আহসান। এ সময় রাঙামাটি সেক্টর কমান্ডার মোহাম্মদ পাভেল আকরামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার আহসান বলেন, ভারোত্তোলন প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয় এটা শত্রুর মোকাবেলো করার জন্য কাজে লাগবে। কারণ আমরা যোদ্ধা, একদিকে শত্রুর মোকাবেলা অন্যদিকে নিজেদের আহত সৈনিকদের বহন করার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য ভারোত্তোলন চর্চা বিজিবির জন্য প্রয়োজন।

শেষে বিজয়ী, রার্নারআপসহ টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।