ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৩১ বছরে লঙ্কান টেস্ট দলে উদাত্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
৩১ বছরে লঙ্কান টেস্ট দলে উদাত্তে ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান টেস্ট দলে ৩১ বছর বয়সে ডাক পেলেন ওপেনিং ব্যাটসম্যান মাহেলা উদাত্তে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর আগে অভিষেক হলেও সাদা পোশাকে সুযোগ পেতে কঠোর পরিশ্রমই করতে হলো তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে আরও ডাক পেয়েছেন কাসুন রাজিথা, জেফরি ভ্যান্ডারসে ও আসিথা ফার্নান্দো।

পুরোনো ক্রিকেটারদের ইনজুরির মিছিলে লঙ্কান টেস্ট দলে নতুনদের জায়গা হলো। যেখানে নিয়মিত ওপেনার দিমুথ করুনারত্নে আঙ্গুলের চোটে ভুগছেন।

এছাড়া ফাস্ট বোলার দুশমন্থ চামিরা এবং নুয়ান প্রদিপ যথাক্রমে কাঁধ ও হ্যামিস্ট্রিং ইনজুরিতে রয়েছেন।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা কুশাল পেরেরাকেও দলে রাখা হয়েছে। দানুশকা গুনাথিলাকার ইনজুরিতে তিনি দলে এসেছেন।

তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলঙ্কা। যেখানে বার্বাডোজে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট আয়োজন করবে ক্যারিবীয়রা। ত্রিনিদাদে তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ৬ জুন একই ভেন্যুতে প্রথম ম্যাচ খেলতে নামবে সফরকারীরা। লঙ্কানদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জেতা হয়নি।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), মাহেলা উদাত্তে, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (ফিটনেসের ওপর নির্ভর), নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, লাহিরু গামাগে, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমাল (ফিটনেসের ওপর নির্ভর), লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১২ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।