ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

দ্বিতীয় স্থান নিশ্চিত ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, মে ১১, ২০১৮
দ্বিতীয় স্থান নিশ্চিত ম্যানইউর ম্যানইউ-ওয়েস্ট হ্যাম ম্যাচের একটি মুহূর্ত

ঢাকা: নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির হাতে উঠেছে এবারের প্রিমিয়ার লিগের শিরোপা। অন্যদিকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

বৃহস্পতিবার (১০ মে) ওয়েস্ট হ্যামের মাঠে শুরু থেকেই ওয়েস্ট হ্যামের রক্ষণের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ম্যানইউ। বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকা ম্যানইউ প্রতিপক্ষের গোলমুখে মোট ছয়টি শট খেলেও গোলমুখে খুলতে ব্যর্থ হয়।

ওয়েস্ট হ্যামেরও দুটি গোল প্রচেষ্টা অসফল হয়।

এই ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে হোসে মরিনহোর শিষ্যদের। লিগ শিরোপা নিশ্চিত করা ম্যানসিটির পয়েন্ট ৯৭। ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের অবস্থান এখনও নিশ্চিত নয় ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির কারণে। উভয় দলই লিগের চার নম্বর স্থানে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১১ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।