ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তামিম-রিয়াদের ফেরার লড়াই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
তামিম-রিয়াদের ফেরার লড়াই তামিম-রিয়াদ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের মাঝে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে টাইগারদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এই মুহূর্তে ইনজুরিতে। তামিম হাঁটুর ইনজুরিতে পড়েছেন নিদাহাস ট্রফিতে আর রিয়াদ বিসিএলের পঞ্চম রাউন্ডে পড়েছেন গোড়ালির ইনজুরিতে।

৩১ মে  লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলবেন তামিম। সেখানে নিজের সেরাটি দিতে প্রতিদিনই মিরপুরে তার লড়াই চলছে।

কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তার আগে তিনি চোট থেকে সেরে উঠবেন তো?

হ্যাঁ, তিনি তেমনই প্রত্যাশা করছেন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিসিবিতে পুনবার্সন করতে নিজেই সেকথাটি জানালেন, ‘এর ভেতরেই সেরে উঠতে হবে। ২৮ তারিখ থেকে রানিং শুরু করবো। রানিং শুরু করলে বুঝতে পারবো কী অবস্থা। '

রিয়াদও গোড়ালির চিকি‍ৎসা করাতে এসেছিলেন বিসিবির মেডিকেলে। তার অবশ্য তামিমের মতো অত তাড়া নেই। সেই জুনে,দেরাদুনে আফগানদের বিপক্ষেই তার মাঠে নামার কথা রয়েছে। কিন্তু জুন তো খুব দূরে নেই!

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।