ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন নেইমার  নেইমার

ঢাকা: পায়ের অপারেশনের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এখন তিনি ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন।

গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন বিশ্বের সবচাইতে দামী এই ফুটবলার। প্রথমিক ভাবে সেরে উঠতে চিকিৎসকরা তাকে  তিন মাস সময় বেধে দেন।

যদিও পিএসজির কোচ উনাই এমেরি আশা করছেন চলতি মৌসুমের শেষ নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন। তবে নেইমার বলেছেন, আগামী ১৭ মে তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার কথা রয়েছে। আর চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ আগামী ১৯ মে।

তাহলে ধরে নেওয়া যেতে পারে এই মৌসুমে আর পিএসজির হয়ে তার মাঠে নামা হচ্ছে না।
 
যদিও নেইমারের নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ভিডিও দেখে তার যথেষ্ট উন্নতি হয়েছে বলেই মনে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কারো সহায়তা ছাড়াই তিনি হাঁটতে পারছেন। আর ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না। ’
 
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এইচএল/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।