ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অবসরের ঘোষণা দিলেন জুলিও সিজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
অবসরের ঘোষণা দিলেন জুলিও সিজার ছবি: সংগৃহীত

২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জার্মানির সেমিফাইনালের কথা মনে আছে? যে ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিকরা। ঐ ম্যাচেই সেলেকাওদের জালের সামেনে দাঁড়িয়ে ব্যর্থ গোলরক্ষক জুলিও সিজার ঠিক চার বছর পর ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন।

সেই বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন সিজার। কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে নায়ক হয়েছিলেন আগের ম্যাচেই।

তবে জার্মানদের বিপক্ষে শেষ চারে আর পারলেন না। এমনকি বিশ্বকাপে তৃতীয় হওয়ার ম্যাচেও হেরে যান নেদারল্যান্ডসের বিপক্ষে।

এ দুটি ম্যাচ ছাড়া অবশ্য সিজারের ২২ বছরের ফুটবল ক্যারিয়ার বেশ সমৃদ্ধই। শনিবারই নিজ দেশের ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ঘোষণা দেন তিনি।

২০০৪ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় সিজারের। খেলেছেন সেই ২০১৪ পর্যন্তই। এ সময় হলুদ জার্সি গায়ে নেমেছেন ৮৭ ম্যাচে। খেলেছেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন ইতালির ইন্টার মিলানে। খেলেছেন ২২৮টি ম্যাচ। জিতেছেন ২০১০ উয়েফা চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad