ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আইপিএলে ফিঞ্চের অন্যরকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
আইপিএলে ফিঞ্চের অন্যরকম রেকর্ড ছবি: সংগৃহীত

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নেমেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭টি দলের হয়ে খেলে রেকর্ড গড়েলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এমন কৃতিত্ব আর কোনো ক্রিকেটারের নেই।

২০১০ সালে ফিঞ্চ প্রথমবার খেলেন রাজস্থান রয়্যালসে। এরপর তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স ও কিংস ইলেভেন পাঞ্জাবে।

 

ফিঞ্চের না খেলার তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

যদিও পাঞ্জাবের হয়ে প্রথম দুই ম্যাচ ভাল গেল না ফিঞ্চের। দুটোতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তবে দ্বিতীয়টিতে জয় পেয়েছে তার দল। আইপিএলে অবশ্য ৬৬ ম্যাচ খেলা হয়ে গেল ফিঞ্চের। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৮। স্ট্রাইক রেট ১৩০। গড় ২৭.‌১৮। করেছেন ১৩টি অর্ধশতরান। ব্যক্তিগত কারণের জন্য পাঞ্জাবের হয়ে এবার প্রথম ম্যাচটি খেলতে পারেননি ফিঞ্চ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।