ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফুটবল

দ্রুত সেরে উঠছেন নেইমার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
দ্রুত সেরে উঠছেন নেইমার নেইমার

ঢাকা: গেল ফেব্রুয়ারিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। গুঞ্জন উঠেছিল তিন মাস তাকে বল নিয়ে মাঠে ছুটতে দেখা যাবে না। এমনকি আসন্ন রাশিয়া বিশ্বকাপ থেকেও তার ছিটকে পড়ার গুঞ্জনও বাতাসে ভেসেছে।

কিন্তু সব গুঞ্জন মিথ্যে হয়ে গেল নেইমারের ক্লাব পিএসজির কোচ উনাই এমেরির দেওয়া তথ্যে। দ্রুত সেরে উঠছেন নেইমার।

সে সুখবর তিনি ব্রাজিল ও পিএসজিকে দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি  মৌসুম শেষ হওয়ার আগেই ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন এ কোচ।

শুক্রবার (১৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে এমেরি জানালেন নেইমারের সর্বশেষ অবস্থা।

তিনি বলেন, পরীক্ষায় জানা গেছে, নেইমার অনুশীলনে ফেরার খুব কাছে। তার স্বাস্থ্য পরীক্ষায় ভালো ফল এসেছে। যখন সে এখানে আসবে, আমি নিশ্চিত সে খেলতে চাইবে। মৌসুম শেষ হওয়ার আগে হয়তো সে আমাদের জন্য খেলার সময় পাবে।

২০ মে মৌসুমের শেষ ম্যাচে কাঁর বিপক্ষে খেলবে পিজএসজি। তার আগেই নেইমার পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবে বলে প্রত্যাশা করছে পিএসজি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা এপ্রিল ১৪, ২০১৮
এইচএল/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।