ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা উপভোগ করলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা উপভোগ করলেন মাশরাফি মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা উপভোগ করলেন মাশরাফি। ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ফাইনাল খেলার প্রথম ইনিংস শেষে হেলিকপ্টারে করে জেলা স্টেডিয়ামে পৌঁছান তিনি।

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর জেলার ছয় উপজেলার ছয়টি টিম নিয়ে শুরু হয়েছিলো এ টুর্নামেন্টটি।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মাশরাফি। পরে বিকেল সাড়ে চারটার দিকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ফিরে যান তিনি।

খেলায় টসে হেরে গজারিয়া উপজেলা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ১৫২ রানের জয়ের লক্ষে মুন্সীগঞ্জ সদর মাঠে নেমে প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মুখে পরলেও পরবর্তীতে দলকে সামলে নিয়ে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয়। এক উইকেটে জয়ী মুন্সীগঞ্জ সদর উপজেলার মাসুম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার নুরুন্নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।