ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সেমিতে এক পা আর্সেনাল-অ্যাতলেতিকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
সেমিতে এক পা আর্সেনাল-অ্যাতলেতিকোর ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে আর্সেনালের মৌসুম শেষ করার সম্ভাবনা নেই বললেই চলে! তাই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী সিজনে খেলার একমাত্র পথ ইউরোপা লিগ জয়। সেই লক্ষ্যেই চোখ রাখছে ইংলিশ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএসকেএ মস্কোকে ৪-১ গোলে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রাখলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে পাঁচটি গোলই হয়েছে প্রথমার্ধে। বিরতির পর আর কেউই জালের দেখা পাননি।

ওয়েলস তারকা অ্যারন রামসের গোলে লিড নেওয়ার পর ভিজিটরদের সমতায় ফেরান মিডফিল্ডার আলেক্সান্ডার গোলোবিন।

এরপর মস্কোর জালে আরও তিনবার লক্ষ্যভেদ করে তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিক শিবির। ফ্রেঞ্চ স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত্তের সঙ্গে জোড়া গোল উদযাপনে মাতেন রামসে।

ছবি: সংগৃহীতহোম ভেন্যুতে প্রত্যাশিত জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। প্রতিযোগিতার চলতি আসরে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতলো স্প্যানিশ পরাশক্তিরা। স্পোর্টিং লিসবনকে ২-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ইউরোপা লিগে অ্যাতলেতিকোর ক্লাব ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন কোকে। ২২ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। প্রথমার্ধের পাঁচ মিনিট আগে স্কোরশিটে নাম লেখান ফ্রেঞ্চ সেনসেশন অ্যান্তোনি গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধে কেউই গোলের দেখা পাননি।

আগামী বৃহস্পতিবার (১২ এপ্রিল) সেমি নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে।

বাংলাদেশস সময়: ১২৩৯ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।