ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেইমারকে ম্যানসিটিতে চান মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
নেইমারকে ম্যানসিটিতে চান মেসি! ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে সাবেক সতীর্থ নেইমারের আগমন মোটেও ভালো চোখে দেখবে না বার্সেলোনার খেলোয়াড়রা। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন! নেইমারকে নাকি পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আহবান জানিয়েছেন বার্সার প্রাণভোমরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে। ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র দাবি, নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনে উদ্বিগ্ন মেসি।

তাই আক্রমণভাগের সাবেক সঙ্গীকে পেপ গার্দিওলার দলে নাম লেখাতে বলেছেন আর্জেন্টাইন আইকন।

গত বছরের আগস্টে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গড়েন ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো)। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্যারিসে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের অসন্তুষ্টির খবর ছড়িয়ে পড়ে সবার মুখেমুখে।

বছর না ঘুরতেই ফের দলবদলের গুজব রটে। উঠে আসে রিয়ালের নাম। মাদ্রিদের ক্লাবটির প্রেসিডেন্টও অদূর ভবিষ্যতে নেইমারকে দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেন জোরালোভাবেই। আবার বার্সায় ফেরার সম্ভাবনাও নতুন মাত্রা যুক্ত করে। বাতাসে বিভিন্ন গুঞ্জনই উড়ে বেড়াচ্ছে।

সূত্রমতে, ম্যানসিটিতে সাবেক কোচ গার্দিওলার পারফরম্যান্সে মুগ্ধ মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চোখে, ইতিহাদ স্টেডিয়ামে ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন ২৬ বছর বয়সী নেইমার।

এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও যদি ঝড় তোলেন নেইমার অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বকাপের বছরের মৌসুম শেষে পিএসজি ছাড়বেন নাকি থেকে যাবেন সেটিই এখন দেখার বিষয়! ক্লাব ছাড়লে নতুন ঠিকানা হিসেবে কি চমক দেখাবেন সেটি থাকবে সমর্থকদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে। রিয়ালে যোগ দেওয়া, বার্সায় ফেরার খবরের পর যোগ হলো প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় হাতের মুঠোয় নিয়ে আসা ম্যানসিটির নাম। তাও আবার মেসির চাওয়া বলে কথা!

বর্তমানে পায়ের সার্জারির লম্বা পুনর্বাসনে নেইমার। রাশিয়া ওয়ার্ল্ডকাপ সামনে রেখে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার দিকে চোখ রাখছেন পেলের উত্তরসূরি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।