ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মাশরাফি তুমি ফিরে এসো টি-২০ ক্রিকেটে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
মাশরাফি তুমি ফিরে এসো টি-২০ ক্রিকেটে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: ‘মাশরাফি-মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি-মাশরাফি লাল সবুজের ভালোবাসা’ এ স্লোগানে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাশরাফি ভক্ত ও অনুরাগীরা।

মাশরাফি তুমি ফিরে এসো টি-টোয়েন্টি ক্রিকেটে এ দাবি জানিয়ে মঙ্গলবার (২০ মার্চ) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পটুয়াখালী ক্রিকেট লাভারস-এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ক্রিকেট প্রেমিক মো. নাঈম পারভেজ, মো. নাজগির হোসেন, সাইফুদ্দিন, মো. রাকিব, আমানউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে মাশরাফিকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হতো।

এসময় তারা বাংলাদেশে ক্রিকেট জগতে কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নিযুক্ত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মাশরাফি তুমি ফিরে এসো। বাংলার ক্রিকেটকে এখনো তোমার অনেক কিছু দেয়ার আছে। তুমি বাংলার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। আমরা চাই তুমি ফিরে এসো।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ২০, ২০১৮
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।