ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দুর্দান্ত মোস্তাফিজে বিস্মিত টাইগার শিবির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
দুর্দান্ত মোস্তাফিজে বিস্মিত টাইগার শিবির ছবি: সংগৃহীত

দিনেশ কার্তিক মাত্র ৮ বল খেলে অপরাজিত ২৯ রানের ইনিংসে শেষ বলে বাংলাদেশকে নিদাহাস ট্রফি বঞ্চিত করেন। শ্বাসরুদ্ধকর এই ম্যাচের শেষ ওভারে সৌম্যর হাতে বল দিতে অনেকটা বাধ্যই হয়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

অফস্পিনার মেহেদি হাসান মিরাজ প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পর ডানহাতি ব্যাটসম্যানদের সামনে তাকে আনার সাহস পাননি সাকিব। তবে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটিতে টাইগারদের জয় অনেকটাই নিশ্চিত করেছিলেন মোস্তাফিজুর রহমান।

শেষ ৩ ওভারে তখন ভারতের প্রয়োজন ৩৫ রান, ১৮তম ওভারে বোলিংয়ে এসে স্রেফ একটি রানও দেননি মোস্তাফিজ, ১ রান এসেছে লেগবাই থেকে। আর শেষের বলে ড্রেসিংরুমের পথ দেখালেন মানিশ পাণ্ডেকে।

ম্যাচের চরম স্নানুক্ষয়ী ওই মুহূর্তে বল হাতে মোস্তাফিজ এমন ওভার উপহার দেবেন, তা বিশ্বাস করতে পারছে না পুরো টাইগার শিবির।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমসোমবার (১৯ মার্চ) নিদাহাস ট্রফির মিশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কক্ষে সাংবাদিকদের একথা জানান মুশফিকুর রহিম।

মুশফিক বলেন, ‘মোস্তাফিজ এক ওভার উইকেট মেডেন নেবে, এটা কেউই বিশ্বাস করেনি। আমাদের বিশ্বাস ছিল ভালো ওভার করবে, কিন্তু উইকেট মেডেন এটা কেউই ভাবিনি। ’

মোস্তাফিজের এমন দুর্দান্ত ওভার যেমন তাকে বিস্মিত করেছে। তেমনি বিস্মিত করেছেন আরেক পেসার রুবেল হোসেনও।  শেষ ২ ওভারে ভারতের প্রয়োজন ৩৪ রান। অবস্থাদৃষ্টে ম্যাচ তখন বাংলাদেশের দিকে। তখন রুবেলেই ছিলেন ভরসার প্রতীক। কেননা  ৩ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়ে তখন দলের সেরা বোলার তখন তিনি।

কিন্তু সেই রুবেলকেই লুফে নিলেন কার্তিক!  প্রথম তিন বলেই ১৬ রান। শেষ বলে আবার চার। ওভার থেকে মোট রান ২২! তাই মুশফিকের এমন বিস্ময় নিশ্চয়ই অবান্তর নয়। তবে খেলাট যেহেতু ক্রিকেট তাই তাকে মেনে নিতেই হচ্ছে, ‘ওই ওভারটায় রান দেবে এটাও ভাবতে পারিনি। ক্রিকেট এমনই। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।