ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিবের মাঠে নামার অপেক্ষা ফুরালো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
সাকিবের মাঠে নামার অপেক্ষা ফুরালো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইনজুরি কাটিয়ে প্রায় দু’মাস পর অান্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। অনেকটা হঠাৎ করেই দলে যোগ দেওয়া সাকিবকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে চোখ রাখছে বাংলাদেশ।

‘মাস্ট উইন’ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকা থেকে শ্রীলঙ্কায় উড়াল দেন সাকিব। একাদশে থাকাটা এক প্রকার অনুমিতই ছিল।

অবশেষে ফুরালো অপেক্ষার পালা। সাকিব ফেরায় সাইডবেঞ্চে থাকতে হচ্ছে পেসার আবু হায়দার রনিকে।

গত ২৭ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে মারাত্মক চোট পান সাকিব। পরে আর ব্যাট হাতে নামা হয়নি। ছিটকে যান লঙ্কানদের বিপক্ষেই টেস্ট ও টি-২০ সিরিজ থেকে।

কলম্বোতে চলমান নিদাহাস ট্রাইনেশন সিরিজের স্কোয়াডে ছিলেন সাকিব। কিন্তু ম্যাচ খেলার ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় বদলি হিসেবে ডাক পান লিটন দাস। সাকিবকে ছাড়া তিন ম্যাচের দু’টিতে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে জয়টি এসেছে রেকর্ড ২১৫ রান তাড়া করে।

আঙুলের চোটটা বেশ ভুগিয়েছে সাকিবকে। ব্যথা না কমায় থাইল্যান্ডের পর সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। দেশে ফিরে নেমে পড়েন অনুশীলনে। এবার ম্যাচে প্রত্যাবর্তনে নিজের সেরাটা ঢেলে দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।