[x]
[x]
ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮

bangla news

ইংল্যান্ডের বিপক্ষে কিউই টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১৪ ২:০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে নিউজিল্যান্ডকে। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন তিনি।

হাঁটুর সমস্যাটা বেশ ভোগাচ্ছে স্যান্টনারকে। এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে খেলা নিয়ে রয়েছে সংশয়। ২৬ বছর বয়সী এই অফস্পিনারের চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা।

কিউইদের ১২ সদস্যের ঘোষিত স্কোয়াডে একমাত্র জেনুইন স্পিনার সাদা পোশাকে দলে ফেরা ৩১ বছর বয়সী টড অ্যাস্টল। যিনি ক্যারিয়ারের দু’টি টেস্ট খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে।

সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচ মিস করা সিনিয়র ব্যাটসম্যান রস টেইলর টেস্ট সিরিজ শুরুর আগে উরুর ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার রেসে আছেন। ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে হেরে যায় ব্ল্যাক ক্যাপসরা।

আগামী ২২ মার্চ দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ থেকে।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, জিত রাভাল, রস টেইলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ড, টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa