ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এগিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এগিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা ও ভারতের খেলা প্রায় দেড় ঘণ্টা পর শুরু হচ্ছে । যেখানে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তিনজাতির এ টুর্নামেন্টে সোমবার (১২ মার্চ) দ্বিতীয়বার একে অপরকে মোকাবিলা করতে নেমেছে। ম্যাচটি ১৯ ওভার করে খেলা হবে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ত্রিদেশীয় টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে। এর আগে হাইভোল্টেজ উদ্বোধনী খেলায় ধোনি-কোহলিবিহীন ভারতকে পাঁচ উইকেটে হারায় স্বাগতিক শিবির।

তবে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। ৬ উইকেটের আত্মবিশ্বাসী জয় পায় তারা।

এখন পর্যন্ত তিন দলের সমান ২ পয়েন্ট হলেও নেট রান রেটে সবার উপরে শ্রীলঙ্কা। ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। যথাক্রমে ০.২৯৭, -০.০৩৫, -০.২৩১।

প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর সেরা দু’টি টিম ফাইনালের টিকিট পাবে।

এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেছেন না লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। তার পরিবর্তে নেওয়া হয়েছে পেসার সুরাঙ্গা লাকমালকে। আর দলের নেতৃত্বে থাকছেন থিসারা পেরেরা।

অন্যদিকে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। রিষভ প্যান্টের জায়গায় সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা (অধিনায়ক), জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, যুজভেন্দ্র চাহাল।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।