[x]
[x]
ঢাকা, শনিবার, ২ আষাঢ় ১৪২৫, ১৬ জুন ২০১৮

bangla news

মাঠ না পাওয়ায় টাইগারদের অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১২ ৪:২৬:০২ পিএম
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। এ জয়ের ফলে প্রথম ম্যাচ হারলেও আসরে দারুণভাবে টিকে রইলো টাইগাররা। তবে সোমবার (১২ মার্চ) মাঠ না পাওয়ায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।

আগামী ১৪ মার্চ ভারতের বিপক্ষে রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এমন সময় অনুশীলন করতে না পারায় ক্ষুব্ধ টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অপেশাদারি আচরণে হতাশা প্রকাশ করেছেন সুজন।

আজ স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের। এর আগে দু’দলের প্রথম দেখায় লঙ্কানরা জয় পেয়েছিল। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন দলই একটি করে জয় ও সমান ম্যাচে হেরেছে। আসরে প্রতিটি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa