ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

জুনাইদ ঝড়ে ব্রাদার্সের বড় জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
জুনাইদ ঝড়ে ব্রাদার্সের বড় জয় ছবি: সংগৃহীত

টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোটা কলাবাগানের জন্য শেষ পর্যন্ত কালই হলো। ওপেনার জুনাইদ সিদ্দিকি ১১১ বলে ১৬ চার ও ২ ছক্কায় খেললেন ১২৩ রানের ঝড়ো ইনিংস, মাইশিকুর করলেন ৯৬। তাতে ৪ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল ব্রাদার্স ইউনিয়ন।

যা টপকাতে গিয়ে ৪৫ ওভারেই গুটিয়ে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। দিন শেষে ১৩১ রানের বড় জয়ে মাঠ ছেড়েছে অলোক কাপালি বাহিনী।

কলাবাগানের ব্যাটিং ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেছেন দলপতি মোক্তার আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার তাসামুলের ব্যাট থেকে। এক ম্যাচ আগে সেঞ্চুরি করে দল জেতানো টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এদিন ফিরেছেন শূন্য হাতে।

ব্রাদার্সের হয়ে বল হাতে সোহরাওয়ার্দী শুভ ৩টি, শাখাওয়াত হোসেন, মেহেদি হাসান রানা ২টি করে এবং অলোক কাপালি ও খালেদ আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন জুনাইদ সিদ্দিকি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।