ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ.আফ্রিকার টেস্ট দলে নতুন দুই মুখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
দ.আফ্রিকার টেস্ট দলে নতুন দুই মুখ হেনরিখ ক্লাসেন-ছবি:সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এতে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হেনরিখ ক্লাসেন ও উইয়ান মুল্ডার। এ দু’জন এর আগে জাতীয় দলের হয়ে রঙ্গিন পোশাকে খেললেও সাদা পোশাকে তাদের খেলা হয়নি।

সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়াও ও ডুয়ানে অলিভিয়েরা।

অপরদিকে সেই সিরিজেই ইনজুরির কারণে ছিটকে পড়া নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স ও তেম্বা বাভুমা এই দলে ফিরেছেন।

শুধুমাত্র ফিরতে পারেননি অভিজ্ঞ পেসার ডেল স্টেইন।

আগামী ১ মার্চ ডারবানে প্রথম টেস্টে মুখোমুখি হবে দ.আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।