ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজে শ্রীলঙ্কার ইনজুরি জুজু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
বাংলাদেশ-ভারত সিরিজে শ্রীলঙ্কার ইনজুরি জুজু আসিলা গুনারত্নে (মাঝে) / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঘরের মাটিতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। সিরিজ থেকেই ছিটকে গেছেন ব্যাটিং অলরাউন্ডার আসিলা গুনারত্নে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পান ৩২ বছর বয়সী গুনারত্নে। যদিও ফর্ম সঙ্গে নেই তার।

ওয়ানডেতে চারটি ইনিংসে করেছেন মাত্র ৩৫ রান। দল হিসেবে বাজিমাত করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিতে নিয়েছে তিনটি সিরিজই (ত্রিদেশীয় ওয়ানডে, দ্বিপাক্ষিক টেস্ট ও টি-টোয়েন্টি)।

মার্চে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জিং সিরিজের আগে ইনজুরি শঙ্কায় লঙ্কানরা। গুনারত্নে ছাড়াও অনেকের খেলা নিয়ে রয়েছে সংশয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। পুরনো হ্যামস্ট্রিং সমস্যার কারণে বাংলাদেশ ট্যুরের বেশিরভাগই মিস করেছেন তিনি। এখনো পূর্ণ ফিটনেস ফিরে পাননি।

এছাড়াও, তরুণ পেসার শেহান মাদুশাঙ্কা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটিতে চোটাক্রান্ত হন। সাইডস্ট্রেইনের অস্বস্তি নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে কুশল পেরেরা।

আগামী ৬ মার্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাইভোল্টেজ সিরিজটির পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।